দেশ ব্রেকিং নিউজ

ইডির নালিশের পরই কেজরিওয়ালকে ফের তলব দিল্লি আদালতের

দিল্লির আবগারি দুর্নীতি মামলায় অরবিন্দ কেজরিওয়ালকে তলব দিল্লি আদালতের। আবগারি মামলায় ইডির তলব এড়ানোর পরেই দিল্লির মুখ্যমন্ত্রীকে হাজিরা দিতে নির্দেশ দেয় আদালত।

সূত্র মারফত জানা গেছে, আগামী ১৬ মার্চ কেজরিওয়ালকে ডেকে পাঠানো হয়েছে। শুনানির দিনই আদালতে হাজিরা দিতে হবে দিল্লির মুখ্যমন্ত্রীকে।

পঞ্চমবার কেজরিওয়াল তলব এড়ানোর পরেই আদালতের দ্বারস্থ হয় ইডি। তবে এর আগেও একবার ভার্চুয়ালি আদালতে হাজিরা দিয়েছিলেন কেজরিওয়াল। এর আগে গত ৪ মার্চ অষ্টমবার ইডির তলব এড়িয়ে যান দিল্লির মুখ্যমন্ত্রী। দিল্লির আবগারি নীতি দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্যই গত সোমবার তলব করা হয়েছিল তাঁকে। কিন্তু প্রতিবারের মতোই সমন এড়িয়ে যান আম আদমি পার্টির সুপ্রিমো।

যদিও ইডিকে চিঠি মারফত অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছেন, আবগারি দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তিনি প্রস্তুত। তবে ভি়ডিয়ো কনফারেন্সিংয়ের মাধ্যমে তিনি হাজিরা দিতে রাজি। আগামী ১২ মার্চের পর হাজিরা দিতে পারবেন তিনি। এখন দেখার আগামী ১৬ মার্চ তিনি হাজিরা দেন কিনা!