৩৫০ কোটি টাকা ব্যায়ে চীন সীমান্ত পর্যন্ত দুই লেনের রাস্তার উদ্বোধন করলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। শুক্রবার সকাল ১০টা নাগাদ মাল ব্লকের ডামডিম মোড় এলাকায় ভার্চুয়ালি এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ডামডিম মোড় থেকে আলগাড়া হয়ে চায়না বর্ডার পর্যন্ত দুই লেনের সড়ক পথের উদ্বোধন করেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।
এদিনের এই বর্ণাঢ্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ির বিজেপি সাংসদ ডা: জয়ন্ত রায়, নাগরাকাটার বিজেপি বিধায়ক পুনা ভেংরা সহ বর্ডার রোড অর্গানাইজেশনের বিভিন্ন আধিকারিক বৃন্দ। এই সড়ক পথটি বর্তমানে সিকিমগামী ১০ নং জাতীয় সড়কের বিকল্প রাস্তা হিসেবেও ব্যবহার করা যাবে।
পথটি মূলত ডামডিম থেকে আলগাড়া পর্যন্ত ৭১ কিলোমিটার। অপরদিকে এই সড়ক চায়না বর্ডার পর্যন্ত ১৮৫ কিলোমিটার দীর্ঘ। এই সড়কপথের রক্ষণাবেক্ষণ সহ যাবতীয় দায়িত্ব থাকছে বর্ডার রোডস অর্গানাইজেশন কর্তৃপক্ষের ওপর।
সাংসদ জানান, সড়ক পথটি নির্মাণে কেন্দ্রীয় সরকারের তরফে ৩৫০ কোটি টাকার অর্থ বরাদ্দ করা হয়েছিল। জানা যায়, এদিন জম্মু-কাশ্মীরের লে থেকে বর্ডার রোড অর্গানাইজেশনের ৭৫ টি রাস্তা উদ্বোধন করেন দেশের প্রতরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।