দেশ ব্রেকিং নিউজ

কৃষক আন্দোলন প্রত্যাহারের সিদ্ধান্ত সংযুক্ত কিষাণ মোর্চার

তিন আইন প্রত্যাহারের পর শুক্রবার কৃষক সংগঠনগুলির পক্ষ থেকে আন্দোলন প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হল। এই ঘোষণা করল সংযুক্ত কিষাণ মোর্চা। কৃষকদের বকেয়া দাবি সম্পর্কে কৃষি সচিবের স্বাক্ষর সম্বলিত চিঠি পাঠানোর পর সংযুক্ত কিষান মোর্চার বৈঠক হয়। বৈঠক শেষে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা করা হয়। শনিবার থেকে ঘরে ফিরতে শুরু করবেন আন্দোলনকারী কৃষকরা।

বুধবার, সংযুক্ত কিষাণ মোর্চার পাঁচ সদস্যের একটি প্যানেল আন্দোলন প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় বলে জানা গেছে। কেন্দ্রীয় সরকারের দ্বিতীয় খসড়া প্রস্তাব প্যানেল গ্রহণ করে বলে জানা যায়। কেন্দ্রের দ্বিতীয় খসড়া প্রস্তাবের মধ্যে ছিল ফসলের ন্যূনতম সহায়ক মূল্য সংক্রান্ত আশ্বাস। রয়েছে বিভিন্ন রাজ্যে আন্দোলনরত কৃষকদের বিরুদ্ধে দায়ের মামলা প্রত্যাহারের আশ্বাস দেওয়া হয়েছে। এছাড়াও আন্দোলনরত কৃষকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার, আন্দোলন চলাকালে নিহত কৃষকদের পরিবারের সদস্যদের ক্ষতিপূরণ সংক্রান্ত আশ্বাসও প্রস্তাবে দেওয়া হয়েছে।

কৃষকদের বিরুদ্ধে দায়ের করা মামলাও প্রত্যাহারের আশ্বাস কেন্দ্র দিয়েছে। সেইসঙ্গে বিদ্যুত সংশোধিত বিল ও আন্দোলনের সময় নিহত কৃষকদের আত্মীয়দের পাঁচ লক্ষ টাকা ও চাকরি দেওয়ার ব্যাপারেও রাজি হয়েছে কেন্দ্র।

উল্লেখ্য, বিগত এক বছরেরও বেশি সময় ধরে দিল্লি সীমানায় অবস্থান বিক্ষোভ জারি রেখেছেন পঞ্জাব ও পশ্চিম উত্তরপ্রদেশের কৃষকরা। তিন বিতর্কিত কৃষি আইনের বিরুদ্ধে কৃষকদের আন্দোলন শুরু হয়েছিল। সম্প্রতি সেই তিন আইন প্রত্যাহার করা নেয় কেন্দ্র।