বিশ্ব জুড়ে দাপট দেখিয়েছে মারন ভাইরাস। তবে করোনা ভাইরাসের চোখরাঙানি ধীরে ধীরে কমতে শুরু করেছে। আর সেই কারণে ফের স্কুল খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের শিক্ষা দপ্তর। আওয়ামি লিগের এক কার্যনির্বাহী বৈঠকে আলোচনা চলাকালীন বাংলাদেশের শিক্ষামন্ত্রী দীপু মণি জানান, খুব শীঘ্রই স্কুল খুলে দেওয়া হবে। আবার প্রতিষ্ঠানে ফিরতে পারবে পড়ুয়ারা। তবে স্কুল খোলার কোনও দিনক্ষণ এখনও পর্যন্ত স্থির হয়নি বলেই জানা গেছে।
করোনা আতঙ্ক কাটিয়ে প্রায় ৫৫০ দিন পর স্কুল খুলেছিল বাংলাদেশে। ফের আগের মতো স্কুলড্রেস পরে, পিঠে ব্যাগ নিয়ে ক্লাসে ফিরেছিল পড়ুয়ারা। যথাযথ স্বাস্থ্যবিধি মেনে স্কুলে প্রবেশের অনুমতি দেওয়া হয়। দীর্ঘদিনের অপেক্ষা শেষে ফের সহপাঠীদের সঙ্গে দেখা হওয়ায় বাঁধভাঙা উচ্ছ্বাসে ভাসে পড়ুয়ারা।
নতুন প্রজাতি ওমিক্রনের দাপটে ফের বন্ধ হয়ে যায় স্কুলের দরজা। ফের গৃহবন্দি হয়ে যায় স্কুল পড়ুয়ারা। আবার ছন্দে ফেরার ইঙ্গিত দিলেন বাংলাদেশের শিক্ষামন্ত্রী দীপু মণি।
তিনি জানান, ‘‘করোনার সংক্রমণ কমছে, কাজেই আমরা আশা করছি খুব শিগগির শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দিতে পারব।’’ এদিন তাঁর মন্তব্যকে সমর্থন করেন শিক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রী। তাঁর এই ঘোষণায় খুশি পড়ুয়ারা। আবার স্কুলের চেনা পরিবেশে ফেরার অপেক্ষায় রয়েছে পড়ুয়ারা।