জেলা লিড নিউজ

রাসায়নিক কারখানায় বিস্ফোরণের ঘটনায় বাড়ছে মৃতের সংখ্যা

বাদুতে রাসায়নিক কারখানায় বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল তিন। ঘটনার দিনই মৃত্যু হয়েছে একজন শ্রমিকের। পরে আরও দুজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ভয়াবহ ওই বিস্ফোরণে আরও বেশ কয়েকজন আহত মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।

বুধবার রাতে বারাসত হাসপাতালে চিকিৎসারত অবস্থায় জয়দেব কর্মকার নামে এক শ্রমিকের মৃত্যু হয়। বৃহস্পতিবার সকালে মৃত্যু হয়েছে আরও এক শ্রমিক শের আলির। দুই শ্রমিকের শরীরের প্রায় ৮০ শতাংশই ঝলসে গিয়েছিল। গুরুতর জখম অবস্থায় তাঁদেরকে ভর্তি করা হয় বারাসত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। বার্ন ওয়ার্ডে তাঁদের চিকিৎসা চলছিল। অগ্নিকাণ্ডে আগেই মৃত্যু হয়েছিল বিশ্বনাথ বসু নামে এক শ্রমিকের।

আপাতত কলকাতার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন রাসায়নিক কারখানার মালিকের জামাই কুলদীপ সিংও। তিনিও ভয়াবহ এই অগ্নিকাণ্ডে গুরুতর জখম হয়েছেন বলে খবর। প্রথমে তাঁকে নিয়ে যাওয়া হয়েছিল বারাসত মেডিক্যালে। পরে, শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে সেখান থেকে স্থানান্তরিত করা হয়।

উল্লেখ্য, বুধবার দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বারাসতের বাদুবাজার সংলগ্ন কাঞ্চনতলা এলাকায়। একটি তেলের কারখানায় আগুন লাগায় জখম হন একাধিক কর্মী।