শুধু উত্তর ২৪ পরগনা জেলাতেই নোভেল করোনাভাইরাসে আক্রান্ত হযে মৃতের সংখ্যা ছাড়িয়ে গেছে দু’হাজার। মৃতের সংখ্যার নিরিখে কলকাতা এখনও শীর্ষে। এছাড়া উদ্বেগ বাড়াচ্ছে আরও কয়েকটি জেলা। বুধবার সন্ধ্যায় রাজ্য স্বাস্থ্য ভবন বুলেটিনের তথ্য অনুযায়ী, উত্তর ২৪ পরগণায় একদিনে ১১ জনের মৃত্যু হয়েছে। তথ্য অনুযায়ী এই জেলায় করোনায় মোট মৃতের সংখ্যা ২,০১০ জন। কলকাতায় করোনায় মৃত্যু বেড়ে ২,৬২৮। তৃতীয় স্থানে হাওড়ায় মোট মৃতের সংখ্যা ৮৯১ জন। দক্ষিণ ২৪ পরগণায় ৫৮০ জন। রাজ্যে মোট ৮,৫২৭ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৪,৬৩৮ জনই কলকাতা ও উত্তর ২৪ পরগণার বাসিন্দা। অর্থাত্ এই দুই জেলায় ৫০ শতাংশের বেশি রোগীর মৃত্যু হয়েছে। আর বাকি ২১ জেলায় মোট মৃতের সংখ্যাটা ৩,৮৮৯ জন।
কলকাতায় মোট আক্রান্ত ১ লক্ষ ৮ হাজার ৩৮১ জন। আর উত্তর ২৪ পরগণায় ১ লক্ষ ২ হাজার ৩১২ জন। এই দুই জেলায় মোট আক্রান্ত ২ লক্ষ ১০ হাজার ৬৯৩ জন। আর বাকি ২১ জেলায় আক্রান্ত ২ লক্ষ ৭৯ হাজার ৩৭৭ জন। ফলে বাংলায় মোট আক্রান্ত ৪ লক্ষ ৯০ হাজার ৭০ জন। তবে কলকাতায় এই পর্যন্ত মোট ৯৯ হাজার ৫৫০ জন সুস্থ হয়ে উঠেছেন। আর উত্তর ২৪ পরগণায় মোট সুস্থ হয়ে উঠেছেন ৯৪ হাজার ৬৭১ জন। সব মিলিয়ে রাজ্যে মোট ৪ লক্ষ ৫৭ হাজার ৩৭৭ জন সুস্থ হয়ে উঠেছেন।
স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, মোট আক্রান্ত যথাক্রমে হাওড়া (৩১,৫৪০),দক্ষিণ ২৪ পরগনায়(৩২,২৭৯),হুগলী (২৫,৩৬২),পশ্চিম বর্ধমান (১৩,৩০৪),পূর্ব বর্ধমান ( ১০,৫৮৯) জন। পূর্ব মেদিনীপুর ( ১৮,২৯৭) ও পশ্চিম মেদিনীপুর (১৮,১২৬) জন,নদীয়া ( ১৮,৬৬৭) জন,মুর্শিদাবাদ (১০,৯৩৪) জন। মালদা ( ১১,৫৬৯) জন, জলপাইগুড়ি (১২,৬১৩) জন দার্জিলিং (১৫,৫৭১) জন ও কোচবিহার ( ১০,৬৯৩) জন। বাকি জেলায় সংক্রমণ ১০ হাজারের নিচে।