দেশ ব্রেকিং নিউজ

কৃষক আন্দোলনে যুবকের মৃত্যু! স্থগিত ‘দিল্লি চলো’ অভিযান

কেন্দ্রীয় সরকারের প্রস্তাব প্রত্যাখ্যান করে বুধবার থেকে ফের দিল্লি চলো-র ডাক দেয় কৃষকদের বিভিন্ন সংগঠন। বুধবার একাধিক দাবিতে হরিয়ানা-দিল্লি সীমান্তে আন্দোলনের ডাক দেয় একাধিক রাজ্যের কৃষকেরা।

জানা গিয়েছে, দিল্লির উদ্দেশ্যে কৃষকেরা যাত্রা শুরু করলে পুলিশ বাধা দেয়। কৃষকরা ব্যারিকেড ভেঙে এগোতে গেলে পুলিশ লাঠি চালায় ও কাঁদানে গ্যাসের শেল ছোঁড়ে। এরপরই পুলিশের সঙ্গে সংঘর্ষে জখম হন ২৪ বছরের আন্দোলনরত এক কৃষক। গুরুতর যখন অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। অন্যদিকে এই ঘটনার পরই কেন্দ্রীয় কৃষিমন্ত্রী অর্জুন মুন্ডা কৃষকদের বিস্তর আলোচনায় বসার আর্জি জানান।

প্রসঙ্গত, কৃষকদের জন্য পেনশন, ফসলের জন্য ন্যূনতম সমর্থন মূল্যের গ্যারান্টি দেওয়ার আইন, শস্যবিভাগ এবং তাদের বিরুদ্ধে এফআইআর বাতিলের দাবিতে ফের দিল্লি চলো ডাক দেয় পাঞ্জাব, হরিয়ানা সহ একাধিক রাজ্যের কৃষকেরা। কৃষকরা জানায়, সরকারের দেওয়া প্রস্তাবে তাদের স্বার্থ রক্ষা হচ্ছে না। কার্যত সে কারণেই সরকারের পক্ষ থেকে যে প্রস্তাব এসেছে, তা খারিজ করেছে কৃষকেরা। ফলে বুধবার থেকে দিল্লির সীমান্ত এলাকাগুলিতে কৃষকদের বিক্ষোভ শুরু হয়।

রবিবার কেন্দ্র ও কৃষকদের মধ্যে চতুর্থ দফা আলোচনা হয়। যেখানে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে পুরনো ন্যূনতম সহায়ক মূল্যে শুধুমাত্র ডাল, ভুট্টা এবং তুলা কেনার নিশ্চয়তা দিতে চাওয়া হয়। আগামী পাঁচ বছরের জন্য এই ব্যবস্থা চালু রাখার প্রস্তাবও দেয় কেন্দ্রীয় সরকার। কিন্তু কৃষকরা কেন্দ্রীয় সরকারের এই প্রস্তাব প্রত্যাখ্যান করেন।