গত বছরের ডিসেম্বরে চীনের উহান শহরে করোনাভাইরাসের প্রাদুর্ভাব হয়। পরে তা সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। করোনাভাইরাসের উপসর্গ বেশিরভাগ ক্ষেত্রেই সাধারণ ফ্লু-এর মতো। এই অসুখের কোনও ওষুধ এখনও পর্যন্ত আবিষ্কৃত না হওয়ায় অনেক ক্ষেত্রে আপাতত ইনফ্লুয়েঞ্জার ওষুধ দিয়েই এর মোকাবিলা করার চেষ্টা করছেন চিকিৎসকরা। কিন্তু এর ফলে পরিস্থিতি আরও অবনতি হতে পারে বলে বিশেষজ্ঞরা সতর্ক করছেন। করোনাভাইরাসের মোকাবিলায় আমাদের শরীরের রোগ প্রতিরোধ শক্তি আরও শক্তপোক্ত করার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।
সর্দি-কাশি-জ্বর হলে সাধারণত আমরা প্যারাসিটামল জাতীয় ওষুধ খাই। অনেক সময় চিকিৎসককে না জানিয়েই আমরা এ ধরনের ওষুধ খেয়ে থাকি। কিন্তু এর ফলে করোনাভাইরাস আরও ভয়ংকর রূপ নিতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।