হু হু করে বাড়ছে সংক্রমণ। রকেটের গতিতে বাড়ছে আক্রান্তের সংখ্যা। শুক্রবারই দেশের দৈনিক সংক্রমণ সাড়ে ৩ লাখ পেরিয়ে গেল। তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৪৭ হাজার ২৫৪ জন। দেশের পটিজিভিটি রেট ফের বেড়ে হয়েছে ১৭.৯৪ শতাংশ।
তথ্য অনুযায়ী, গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যুর সংখ্যার হিসেবে তৃতীয় স্থানে মহারাষ্ট্রের সঙ্গে রয়েছে পশ্চিমবঙ্গ। গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে এই দুই রাজ্যে ৩৭ জনের । প্রথম স্থানে রয়েছে দিল্লি, সেখানে মৃত ৪৩জন, তামিলনাড়ুতে ৩৯ জন, পাঞ্জাবে মৃতের সংখ্যা ৩৬ জন এবং কেরালায় ৩২ জন। তবে এখানে উল্লেখযোগ্য, গত ২৪ ঘন্টায় কেরালায় মৃত্যুর সংখ্যা উল্লেখ হয়েছে ৩৪৮ জনের। অ্যাক্টিভ রোগীর সংখ্যায় পশ্চিমবঙ্গ পঞ্চম স্থানে। প্রথম স্থানে রয়েছে কর্ণাটক।
গত একদিনে ওমিক্রণে আক্রান্ত হয়েছেন ৪০৫জন। দেশে মোট ওমিক্রণে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯৬৯২, যা গতকালের তুলনায় ৪.৩৬ শতাংশ বেশি।পরিসংখ্যান বলছে, এখনও পর্যন্ত দেশে ৩ কোটি ৬০ লক্ষ ৫৮ হাজার ৮০৬ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। এখনও পর্যন্ত দেশে প্রায় ১৬০ কোটি ৪৩ লক্ষের বেশি ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে। টিকাকরণের পাশাপাশি আগের মতোই চলছে টেস্টিংও। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা পরীক্ষা হয়েছে ১৯ লক্ষ ৩৫ হাজার ৯১২ জনের। বিশেষজ্ঞদের একাংশের ধারণা, আগামী ২৩ জানুয়ারি দেশের সংক্রমণ শীর্ষে পৌঁছাতে পারে।