শেষ হল নুসরত-নিখিল বিতর্ক। অভিনেত্রী সংসদ নুসরত জাহানের বিরুদ্ধে অ্যানালমেন্ট অব ম্যারেজের মামলায় আদালত রায় দিলেন তাঁর প্রাক্তন স্বামী নিখিল জৈনের পক্ষে। অন্তঃসত্ত্বা হওয়ার আগেই নুসরতের বিরুদ্ধে বিচ্ছেদের চেয়ে আলিপুর আদালতে দেওয়ানি মামলা দায়ের করেছিলেন নিখিল। এদিন সেই মামলার রায় দিল আদালত।
নুসরতের মা হওয়ার খবর প্রকাশ্যে আসতেই নিখিল জানান, নুসরতের সঙ্গে তাঁর বহু দিন কোনও যোগাযোগ নেই। এমনকি, তিনি স্পষ্ট করে এও বলেন, নুসরতের সন্তানের জনক তিনি নন। নুসরত-নিখিলের বৈবাহিক সম্পর্ককে অস্বীকার করে নিখিলকে সহবাস সঙ্গিনী বলেন অভিনেত্রী। ইতিমধ্যেই সন্তানের জননী হয়েছেন তিনি। রয়েছেন অভিনেতা যশ দাশগুপ্তের সঙ্গে।
আদালতে কখনো মুখোমুখি হননি এই প্রাক্তন দম্পতি। এদিন আদালত সব সমস্যার ইতি টেনে জানিয়ে দিল, তুরস্কে নুসরত ও নিখিল বিয়ে করলেও এদেশে ম্যারেজ রেজিস্ট্রেশন হয়নি। এই বিয়ে বৈধ নয়।