১১ জুন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সফরের আগে ঠাকুননগরে অশান্তি শুরু হয়। শান্তনু ঠাকুরের মামলায় ডিজিকে সিট গঠন করে আগামী ১৮ জুলাইয়ের মধ্যে পেশ করতে হবে রিপোর্ট।
গত ১১ জুন বনগাঁয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সফরকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। তাঁর পৌঁছনোর আগেই মতুয়া মহাসংঘের মাঠে অন্য একটি সভার আয়োজন করেন শান্তনুপন্থী মতুয়ারা। যেখানে মুখ্যমন্ত্রীকে ক্ষমা চাওয়ার দাবিতে সরব হন তাঁরা। এদিকে অভিষেক যাওয়ার আগেই উত্তেজনা চরমে ওঠে। বন্ধ করে দেওয়া হয় মন্দিরের মূল গেট। হাতাহাতিতে জড়ায় মতুয়াদের দুই পক্ষ। উত্তাল হয়ে ওঠে পরিস্থিতি। অভিযোগ, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক কাউকে না জানিয়ে মতুয়া মহাসংঘের মন্দিরের সামনে মিছিল করেন। তৃণমূল দলবল নিয়ে মন্দিরে বেআইনি ভাবে ভিড় জমায় বলেও অভিযোগ ওঠে। এমনকী ভক্তদের নাকি হুমকিও দেওয়া হয় তৃণমূলের তরফে।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে মন্দিরের তরফে অভিযোগও জানানো হয়। তবে তারপরও এ নিয়ে কোনও পদক্ষেপ করা হয়নি। উলটে ওই দিনের ঘটনায় মন্দির কমিটি-সহ ভক্তদের বিরুদ্ধে মোট পাঁচটি এফআইআর করেছে পুলিশ। পরবর্তীতে হাসপাতালে হাতাহাতিতে জড়ায় তৃণমূল ও বিজেপি। ঠাকুরবাড়ির এই অশান্তির ঘটনায় বিহিত চেয়ে কলকাতা হাই কোর্টে মামলা দায়ের করেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা শান্তনু ঠাকুর। সেই মামলার শুনানিতে ডিজিকে সিট গঠনের নির্দেশ দিয়েছে আদালত।