রাজ্য লিড নিউজ

কুন্তল ঘোষের চিঠি মামলায় অভিষেককে রক্ষাকবচ দিল না আদালত

হাকিম বদলালেও বদলালো না হুকুম। নিয়োগ কাণ্ডে ধৃত কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত মামলায় স্বস্তি মিলল না তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তাঁকে কোনও রকম রক্ষাকবচ দিল না আদালত। বরং বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে নির্দেশ দিয়েছিলেন তাই আপাতত বহাল রাখা হয়েছে। এদিন এই মামলার শুনানিতে বিচারপতি অমৃতা সিনহা এমনই নির্দেশ দিয়েছেন।

বৃহস্পতিবারই কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত মামলা থেকে অব্যাহতি চেয়েছিলেন অভিষেক। ওই মামলায় তাঁর কোনও ভূমিকা নেই বলে জানান তিনি। তাই ওই মামলা থেকে তাঁকে যেন অব্যাহতি দেওয়া হয় এই আবেদন করেন। কিন্তু বিচারপতি অমৃতা সিনহা গতকালও অভিষেককে স্বস্তি দেওয়ার মতো কোনও নির্দেশ দেননি। আজও দিলেন না। বিচারপতির বক্তব্য, আদালত ২৪ ঘণ্টা ৭ দিন খোলা, যখন খুশি আসা যাবে। কিন্তু কোনও রক্ষাকবচ নয়। আগামী সোমবার এই মামলার পরবর্তী শুনানি বলে জানা গিয়েছে।