তেলেঙ্গানায় তৈরি হচ্ছে দেশের প্রথম বন বিশ্ববিদ্যালয়। বুধবার তেলেঙ্গানা বিধানসভায় পাস হয়েছে ইউনিভার্সিটি অফ ফরেস্ট্রি অ্যাক্ট ২০২২। দেশে এধরণের শিক্ষাপ্রতিষ্ঠান এই প্রথম তৈরি হচ্ছে। শুধু তাই নয়, গোটা বিশ্বে শুধুমাত্র রাশিয়া ও চিনে বন বিশ্ববিদ্যালয় রয়েছে। সেদিক থেকে দেখলে ভারতের এই বিশ্ববিদ্যালয় হবে বিশ্বের মধ্যে তৃতীয়।
জানা গিয়েছে, বিশ্বমানের শিক্ষা পৌঁছে দিতে, এই ধরণের অন্যান্য প্রতিষ্ঠানগুলোর সঙ্গেও যোগাযোগ রেখে চলবে এই বন বিশ্ববিদ্যালয়। কৃষকদের প্রশিক্ষণের পাশাপাশি জোর দেওয়া হবে গবেষণাতেও। বিশ্ববিদ্যালয়ে পরিণত হওয়ার পরই বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ার সংখ্যা বেড়ে দাঁড়াবে বলে আশাবাদী সকলেই। অন্যদিকে রাজ্যের মুখ্যমন্ত্রীই হবেন বিশ্ববিদ্যালয়ের আচার্য। তিনিই উপাচার্যকে নিয়োগ করবেন।
প্রসঙ্গত, হায়দ্রাবাদের ফরেস্ট কলেজ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের সম্প্রসারণ করে পুরোদস্তুর বিশ্ববিদ্যালয়ের রূপ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তেলেঙ্গানা সরকার। এরপরেই এখানে ১৭ টি প্রোগ্রাম চালু হবে, যার মধ্যে থাকবে পিএইচডি, ডিপ্লোমা এবং সার্টিফিকেট কোর্স। যে যে বিষয়গুলো পড়ানো হবে, তার মধ্যে রাখা হবে আর্বান ফরেস্ট্রি, নার্সারি ম্যানেজমেন্ট, অ্যাগ্রো-ফরেস্ট্রি, উপজাতি জীবিকা উন্নয়ন, বন কেন্দ্রিক শিল্প, জলবায়ুভিত্তিক বনসৃজন ও ফরেস্ট পার্ক ম্যানেজমেন্ট।
ইতিমধ্যেই ‘তেলেঙ্গানা কু হরিতা হরম’ নামে একটি ফ্ল্যাগশিপ প্রকল্প চালু করেছে সেরাজ্যের সরকার। এখনও পর্যন্ত ২৬৮.৮৩ কোটি চারাগাছ বসানো হয়েছে রাজ্যজুড়ে। ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়ার ইন্ডিয়ান স্টেট অফ ফরেস্ট রিপোর্ট বলছে, তেলেঙ্গানা সরকারের আট বছরের লাগাতার প্রয়াসের ফলে, রাজ্যে গ্রিন কভার বেড়েছে ৭.৭ শতাংশ।