দেশ পেছন দিকে চলছে। বাসের কন্ডাক্টর যেভাবে বলে পেছনে হাঁটুন। সেভাবে পেছনের দিকে এগিয়ে যাচ্ছে। সমীক্ষা বলছে, ১৬ বছরে বেকারত্ব রেকর্ড ছুঁয়েছে। কেন্দ্রের সমালোচনা করে দমদমে বললেন রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু। দমদম মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এভাবেই কেন্দ্রকে বিঁধলেন তিনি।
প্রসঙ্গত, সোমবার শুরু হয় দমদম মেলা। মেলার উদ্বোধনে ছিলেন মন্ত্রী ব্রাত্য বসু, সাংসদ সৌগত রায়, দমদম পৌরসভার চেয়ারম্যান হরিন্দর সিং প্রমুখ। এদিন রাতে এই মেলার উদ্বোধন হয়। মেলা চলবে ৯ জানুয়ারি পর্যন্ত। এক সপ্তাহব্যাপী এই মেলা চলছে দমদমের গোড়াবাজার সংলগ্ন লিচু বাগান মাঠে। মেলার অন্যতম আকর্ষণ পুষ্প প্রদর্শনী। এছাড়াও সারা সপ্তাহব্যাপী বলিউড ও টলিউডের খ্যাতনামা শিল্পীরা আসবেন মঞ্চ কাঁপাতে।
মেলার উদ্বোধনী অনুষ্ঠানে ব্রাত্য বসু কেন্দ্র সরকারের সমালোচনা করে বলেন, “যেভাবে দেশ চলছে কেন্দ্র সরকারের তত্ত্বাবধানে তাতে, দেখা যাচ্ছে ১৬ বছরের বেকারত্ব রেকর্ড মাত্রা ছুঁয়েছে। দেশে শিল্প আসছে না। এমতাবস্থায় মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাকে রোল মডেল তৈরি করে এগিয়ে নিয়ে চলেছেন। তিনি যা বলেছেন সেগুলো ঘরে ঘরে পৌঁছে দিতে হবে।”