বৃহস্পতিবার থেকে শুরু হল কমনওয়েলথ গেমস। এবারের কমনওয়েলথ গেমস আয়োজন করা হয়েছে বার্মিংহামে। এই প্রতিযোগিতা আগামী ৮ অগাস্ট পর্যন্ত চলবে। এবারের কমনওয়েলথ প্রতিযোগিতায় ভারতের তরফে অংশগ্রহণ করবেন ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধু, লক্ষ্য সেন, স্প্রিন্টার হিমা দাস সহ আরও অনেকেই।
এই অনুষ্ঠানে ভারতের হয়ে পতাকা বহন করেছেন অলিম্পিকে দু’বারের পদকজয়ী ভারতীয় শাটলার পিভি সিন্ধু এবং টোকিও অলিম্পিকে ব্রোঞ্জজয়ী ভারতীয় হকি দলের অধিনায়ক মনপ্রীত সিং।
বৃহস্পতিবার পিভি সিন্ধুর অনুষ্ঠানে থাকা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। তার আরটিপিসিআর রিপোর্ট আসে তিনি কোভিড আক্রান্ত। সঙ্গে তাকে পাঠিয়ে দেওয়া হয় আইসোলেশনে। পরে জানা যায়, কিছু তথ্যের ত্রুটির কারণে রিপোর্টে গড়মিল এসেছিল। দ্বিতীয়বারের কোভিড টেস্টের রিপোর্ট নেগেটিভ আসায় পিভি সিন্ধুর অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবেন বলে জানা গিয়েছে।
অন্যদিকে, উদ্বোধনী অনুষ্ঠানে এবার আর রানী দ্বিতীয় এলিজাবেথ উপস্থিত থাকতে পারেননি। প্রসঙ্গত বিশ্বের যে দেশগুলিতে ব্রিটিশ উপনিবেশ ছিল সেই দেশগুলিই কমনওয়েলথ গেমসের সদস্য। তাই এই বিশেষ প্রতিযোগিতা ব্রিটিশ রাজ পরিবারের কাছে গুরুত্বপূর্ণ। তাই এবার রানীর বদলে তাঁর ছেলে যুবরাজ চার্লস কমনওয়েলথ গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে দ্বিতীয় এলিজাবেথের হয়ে বার্তা পাঠ করেন।