OMR শিটে বিস্তর গণ্ডগোল। সংখ্যাটা ১৮৩ নয়, বরং ৯৫২। নবম ও দশম শ্রেণির শিক্ষক নিয়োগে দুর্নীতির ঘটনায় মোট ৯৫২ জন ভুয়ো সুপারিশপত্র পেয়েছে বলেই আদালতে দাবি করল সিবিআই।
সিবিআই রিপোর্ট দেওয়ার পর স্কুল সার্ভিস কমিশনের থেকে অবৈধদের তালিকা চেয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সূত্রের খবর, বুধবার সেই গোটা তালিকাই পেশ করেছে কমিশন। উল্লেখ্য, এসএসসি জানায়, ২০১৬ সালে নবম-দশমে ভুয়ো সুপারিশপত্র দেওয়া হয়েছে এমন ১৮৩ জন শিক্ষকের নাম তারা খুঁজে পেয়েছে। তারপরেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন, অবৈধ উপায়ে সুপারিশপত্র নিয়েছেন এমন ১৮৩ জনের তালিকা প্রকাশ করতে হবে স্কুল সার্ভিস কমিশনকে। তাতে কমিশন প্রথমে ১৮৩ জন ও পরে আরও ৮০ জনের নামের তালিকা ও ওএমআর শিট জমা দেয়। কিন্তু বিচারপতি গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন, সিবিআই রিপোর্ট অনুযায়ী ৯৫২ জনেরই তালিকা প্রকাশ করতে হবে। বুধবার ওই ৯৫২ জনের তালিকা ও ওএমআর শিট পেশ করে কমিশন।
প্রসঙ্গত, ২০১৬ সালে নবম-দশম শ্রেণিতে শিক্ষক নিয়োগের তালিকায় রয়েছে প্রায় ১৩ হাজার নাম। নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগের মেধাতালিকায় নীচে থাকা প্রার্থীদের চাকরি দেওয়া হয়েছে বলে অভিযোগ ওঠে। এই মামলায় আদালতকে এসএসসি আগে জানিয়েছিল, তারা এমন ১৮৩ জনকে খুঁজে পেয়েছে, যাঁদের নাম মেধাতালিকার নীচে থাকা সত্ত্বেও নিয়ম ভেঙে নিয়োগের সুপারিশপত্র দেওয়া হয়েছে। তবে বুধবার কেন্দ্রীয় তদন্তকারী দল জানায়, নবম ও দশম শ্রেণিতে ৯৫২ জনকে ভুয়ো সুপারিশ দেওয়া হয়েছে।