বিনোদন

বন্ধ হয়ে যাচ্ছে সিনেমা হল

ফের বন্ধ হচ্ছে সিনেমা হল। PVR সূত্রে খবর মঙ্গলবার থেকেই বন্ধ হয়ে যাচ্ছে PVR এর সব হল। সিঙ্গল স্ক্রিনগুলো শুক্রবার থেকে বন্ধ হচ্ছে। কোনওভাবেই হল মালিকরা চালিয়ে যেতে পারছেন না এই পরিষেবা। পঞ্চাশ শতাংশ দর্শক নিয়ে চলছিল সিনেমা হল। মাস খানেক আগেই একশ শতাংশ দর্শক নিয়ে চলতে শুরু করেছিলেন। তারই মাঝে আবার করোনার হানা। যে পরিমাণ স্যানিটাইজ করতে হচ্ছে সিনেমা হল, যত কর্মীরা কাজ করছে, সেই তুলনায় হল মালিকদের লাভ হচ্ছে না। পরিচালকরা ছবির মুক্তিও পিছিয়ে দিচ্ছেন। ফলে হল মালিকদের কপালে চিন্তার ভাঁজ।

উদ্বিগ্ন টলিপাড়াও। এই সিদ্ধান্তে সিনেমাপ্রেমীদের মন খারাপ। মে মাসে মুক্তি পাওয়ার কথা ছিল অক্ষয় কুমারের ‘সূর্যবংশী’, কঙ্গনার ‘থালাইভি’-র মতো ছবি। পরিস্থিতি হাতের বাইরে যেতেই প্রযোজকরা মুক্তি পিছিয়ে দেন। অন্যদিকে টলিউডে মুক্তি পাওয়ার কথা ছিল SVF প্রযোজিত বিরসা দাশগুপ্তর ‘সাইকো’ এবং WINDOWS প্রযোজিত শিবপ্রসাদ-নন্দিতার ‘বেলাশুরু’। অনির্দিষ্টকালের জন্য সব ছবির মুক্তি পিছিয়ে গেল।