রাস্তার পাশের শৌচালয়ে শৌচকর্ম সারতে গিয়ে বোমা ফেটে মৃত্যু হল এক শিশুর। ঘটনায় বনগাঁর বক্সিপল্লির ২২ নম্বর ওয়ার্ডে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। কে বা কারা বোমা শৌচালয়ে লুকিয়ে রেখেছিল, কেনই বা রাখল, তা এখনও জানা যায়নি।ঘটনার তদন্তে নেমেছে বনগাঁ থানার পুলিশ ।
নিহত ওই শিশুর নাম রাজু রায়, এলাকার একটি সাইকেলের দোকানে কাজ করত সে। রাজুর বাবা প্রশান্ত রায় জানান, সোমবার সকালে রাস্তার পাশে শৌচালয়ে প্রাতঃকৃত্য সারতে গিয়েছিল তাঁর ছেলে। আচমকা বিকট শব্দ শুনতে পান সকলে। তা শুনে ঘটনাস্থলে দৌড়ে যান স্থানীয়রা।
খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় বনগাঁ থানার পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়। স্থানীয়দের দাবি, এলাকায় ক্রমশ সমাজবিরোধী কার্যকলাপ বাড়ছে। কিন্তু কোন ভ্রূক্ষেপ নেই স্থানীয় প্রশাসনের। আর প্রাণ দিয়ে তারই খেসারত দিল নাবালক। কে বা কারা বোমা শৌচালয়ে লুকিয়ে রেখেছিল, তা এখনও জানা যয়নি। পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে। এই ঘটনায় যে বা যারা দায়ী, তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে মৃতের পরিবার।