বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা উপদেষ্টা হচ্ছেন কর্নাটক পুলিশের প্রাক্তন ডিজি তথা প্রাক্তন সিবিআই কর্তা রূপক কুমার দত্ত। ইতিমধ্যেই এই বিষয়ে সিলমোহর দিয়েছে রাজ্য মন্ত্রিসভা। জানা গিয়েছে, গত এপ্রিল মাসে রাজ্যের তরফে রূপক দত্তের নাম প্রস্তাব করে রাজভবনে পাঠানো হয়। এরপরই রাজ্যপাল সিভি আনন্দ বোস সেই প্রস্তাবে সায় দিয়েছিলেন। সোমবার সেটাই মন্ত্রিসভার বৈঠকে তুলে ধরা হয়। সূত্রের খবর, বাংলার সীমান্তবর্তী অঞ্চলের নিরাপত্তা এবং রাজ্যের আইনশৃঙ্খলার বিষয়ে মুখ্যমন্ত্রীর দফতরকে পরামর্শ দেবেন রূপকবাবু।
সিবিআইয়ের স্পেশাল ডিরেক্টর পদে তিনটি মেয়াদ কাজ করেছেন এই দুঁদে আইপিএস অফিসার। ২০১৭ সালে সিবিআই ডিরেক্টর পদে অন্যতম দাবিদার ছিলেন তিনি। কিন্তু তাঁর পরিবর্তে সিবিআইয়ের ডিরেক্টর করা হয়েছিল অলোক ভার্মাকে। এরপর তার পেরেন্ট ক্যাডারে ফেরত যান এই আইপিএস কর্তা। ২০১৭ সালে ফ্রেব্রুয়ারি মাসে তাঁকে কর্ণাটক পুলিশের ডিরেক্টর জেনারেল পদে নিয়োগ করা হয়। তাৎপর্যপূর্ণ হল, ডিজির দায়িত্ব নিয়েই সিবিআইয়ের কর্ম পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেছিলেন রূপক কুমার দত্ত। তাঁর বক্তব্য ছিল, যেভাবে সিবিআই বিভিন্ন কেসে তদন্ত চালাচ্ছে, তাতে এই প্রতিষ্ঠানের ব্যবস্থা অচিরে ভেঙে পড়তে পারে”। রূপক দত্তের সেই মন্তব্য নিয়ে সে সময়ে খুব আলোচনা হয়েছিল।
পঞ্চায়েত নির্বাচনের পর থেকেই রাজ্যের আইন-শৃঙ্খলা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। বিরোধীরা পুলিশ-প্রশাসনের দিকে আঙুল তুলছেন প্রতিনিয়ত। সেই পরিস্থিতিতে এই নিয়োগ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।