তামিলনাড়ুতে সেনা কপ্টার ভেঙে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ১১ জনের। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি সর্বাধিনায়ক বিপিন রাওয়াত। এরকম এক খারাপ খবর পেয়ে প্রশাসনিক বৈঠক মাঝপথেই থামিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে আরও কিছু আলোচনা করার বিষয় থাকলেও এমন পরিস্থিতিতে বৈঠক চালিয়ে যেতে চাননি মুখ্যমন্ত্রী।
বুধবার দুপুর সাড়ে বারোটা নাগাদ তামিলনাড়ুর কুন্নুরে ভেঙ্গে পড়ে সেনা কপ্টারটি। দুর্ঘটনাগ্রস্ত ওই কপ্টারে উপস্থিত ছিলেন সস্ত্রীক সেনা সর্বাধিনায়ক বিপিন রাওয়াত সহ মোট ১৪ জন। এরকম এক খারাপ খবর পেয়ে মালদহের প্রশাসনিক বৈঠক থামিয়ে দেন মুখ্যমন্ত্রী। ঘটনায় শোক প্রকাশ করে তিনি বলেন, “দুঃসংবাদটা পেয়ে মন খারাপ হয়ে গেল। আরও কিছু আলোচনার ছিল। কিন্তু এত বড় দুঃসংবাদ এল।” টুইট করে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন তিনি। তামিলনাড়ুর খবরাখবর জানতে চান মমতা বন্দ্যোপাধ্যায়। কীভাবে দুর্ঘটনা ঘটল তা নিয়েও প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। এর পরই বলেন, “ মনটা খারাপ হয়ে গেল। কতটা খারাপ লাগছে বলে বোঝাতে পারব না।”
উল্লেখ্য, এই এমআই-১৭ হেলিকপ্টার বারবার দুর্ঘটনার কবলে পড়েছে। যার মধ্যে অন্যতম ২০১০ সালে অরুণাচল প্রদেশের দুর্ঘটনা। সেই দুর্ঘটনায় এমআই-১৭ কপ্টার ভেঙে পড়ে প্রাণ হারিয়েছিলেন কপ্টারে থাকা ১২ জন।