দু’দিনের চেন্নাই সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ অর্থাৎ বুধবার এম কে স্ট্যালিনের সঙ্গে বৈঠক করবেন মমতা। ইতিমধ্যেই এই বৈঠককে ঘিরে চর্চা শুরু হয়েছে। তবে মুখ্যমন্ত্রীর মন্তব্য, এটা রাজনৈতিক বৈঠক নয় নেহাতই সৌজন্য সাক্ষাৎ।
রাজ্যপাল লা গণেশানের বড় ভাইয়ের জন্মদিনের অনুষ্ঠানে যোগ দিতে বুধবার চেন্নাই রওনা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৩ নভেম্বর অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, তার আগে চেন্নাইয়ের মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের সঙ্গে বৈঠক করতে পারেন মমতা। ২ তারিখ চেন্নাই পৌঁছে সেদিনই স্ট্যালিনের সঙ্গে বৈঠক করতে পারেন মমতা। জানা যাচ্ছে, চেন্নাইয়ের মুখ্যমন্ত্রীর ক্যাম্প অফিসে বৈঠক হতে পারে। মুখ্যমন্ত্রী কলকাতা বিমান বন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে বলেন এখনও কিছু ঠিক হয়নি বৈঠকে কি নিয়ে আলোচনা হবে।
এদিন কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নে মোরবি কাণ্ড নিয়েও সরব হলেন মুখ্যমন্ত্রী। ব্রিজ দুর্ঘটনার বিচার বিভাগীয় তদন্তের দাবি করে মমতা বলেন, মানুষের জীবন রাজনীতির থেকে বেশি গুরুত্বপূর্ণ। মৃতদের পরিবারের প্রতি আমার সমবেদনা রয়েছে। অনেকের মৃত্যু হয়েছে এবং আরও অনেককে উদ্ধার করা বাকি। এই ধরণের কাজ ক্রাইম। দুর্ঘটনা সরকারের হাতে নেই। যাদের কাজ দেওয়া হয় তারা এমন কাজ করলে এটা ক্রাইম।