রাজ্য লিড নিউজ

জঙ্গলমহল সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী 

বুধবার জঙ্গলমহল সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন সরকারি সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা সরাসরি মানুষের হাতে পৌঁছে দিতেই তার এই সফর বলে জানা গিয়েছে। বুধবার তিনি কলকাতা থেকে পশ্চিম মেদিনীপুরে পৌঁছবেন বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। এর আগে তিনি বিধানসভায় মুখ্য তথ্য কমিশনার নিয়োগ সংক্রান্ত একটি বৈঠকে যোগ দেবেন। তারপরে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে অংশ নেবেন। বাজেট প্রস্তাব পেশের সময়েও তিনি উপস্থিত থাকবেন তিনি।

বৃহস্পতিবার দুপুরে পশ্চিম মেদিনীপুরের কলেজ মাঠে এবং বিকালে পুরুলিয়ার শিমুলিয়ায় দু’টি পৃথক সরকারি অনুষ্ঠান মঞ্চ থেকে তিনি সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা দেওয়া ছাড়াও বেশ কিছু প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করবেন। শুক্রবার তাঁর বাঁকুড়ায় একই কর্মসূচি রয়েছে। কর্মসূচি শেষ করে ওই দিনই মুখ্যমন্ত্রীর কলকাতায় ফেরার কথা রয়েছে।