আজ গুরু নানক জয়ন্তীতে কৃষি আইন প্রত্যাহার করে নেয় কেন্দ্র। ৩ কৃষি আইন প্রত্যাহারের কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর পরই কৃষকদের অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি, কৃষক আন্দোলনে যে কৃষকরা প্রাণ হারিয়েছেন, তাঁদের কথাও স্মরণ করে সমবেদনা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷
ট্যুইট করে মুখ্যমন্ত্রী লেখেন, ‘বিজেপি-র নির্মমতার কাছে নত না হয়ে যে কৃষকরা নিরবিচ্ছিন্ন ভাবে লড়াই চালিয়ে গিয়েছেন, তাঁদের প্রত্যেককে আমার আন্তরিক অভিনন্দন৷ এটা আপনাদের জয়৷ এই লড়াই যাঁরা নিজেদের প্রিয়জনকে হারিয়েছেন, তাঁদেরকে আমার গভীর সমবেদনা জানাই৷’
যদিও এদিন, প্রধানমন্ত্রী এও দাবি করেছেন, কৃষকদের স্বার্থ রক্ষার জন্যই এই তিনটি আইন নিয়ে এসেছিল কেন্দ্রীয় সরকার৷ কয়েকজন কৃষককে বোঝাতে না পারার ব্যর্থতা সরকারের বলে স্বীকার করে নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷