ফের আহত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, শনিবার আসানসোলে প্রচারে যাওয়ার সময়ে হেলিকপ্টারে উঠতে গিয়ে ঘটে যায় বিপত্তি। কপ্টারের ভিতরেই হোঁচট খেয়ে পড়ে যান মুখ্যমন্ত্রী। যদিও দ্রুত তাঁর নিরাপত্তারক্ষীরা তাঁকে ধরে ফেলেন।
শনিবার কুলটি এবং আসানসোলে নির্বাচনী জনসভা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। জানা গিয়েছে, দুর্গাপুর থেকে জনসভার উদ্দেশে হেলিকপ্টারে করে রওনা হন তিনি। দুর্গাপুর থেকে হেলিকপ্টারে চাপার সময় হেলিকপ্টারের ভিতরে ঢোকার পর হঠাৎ হোঁচট খান এবং সিটের উপরেই পড়ে যান মুখ্যমন্ত্রী।