বাজার দরে লাগাম টানতে উদ্যোগী হল রাজ্য সরকার। নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম কমাতে বৈঠকে বসতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, আগামী ১৪ নভেম্বর নবান্নে এই বৈঠক করবেন তিনি। ওইদিন বিকেল ৪টের সময় এই বৈঠকে বসবেন রাজ্যের প্রশাসনিক প্রধান।
নবান্নে সূত্রে জানা গেছে, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যবৃদ্ধি ঠেকাতে আগামী ১৪ নভেম্বর বিকেল ৪টের সময় নবান্নে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। বৈঠকে যোগ দিতে বলা হয়েছে রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, উদ্যানপালন মন্ত্রী সুব্রত সাহা, কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না, মৎস্য মন্ত্রী অখিল গিরি, প্রাণিসম্পদ বিকাশ মন্ত্রী স্বপন দেবনাথকেও। এই বৈঠকে উপস্থিথ থাকার কথা কৃষি, কৃষি বিপণন, উদ্যানপালন, মৎস্য, প্রাণিসম্পদ বিকাশ সহ সংশ্লিষ্ট দফতরের উচ্চপদস্থ আধিকারিকদেরও। ইতিমধ্যে মুখ্যমন্ত্রীর অফিস থেকে মৌখিকভাবে সংশ্লিষ্ট সব দফতরগুলিকে এই বৈঠকের বিষয়ে জানিয়ে দেওয়া হয়েছে বলে খবর। বিভিন্ন কমিশনারেটের পুলিশ আধিকারিকরাও উপস্থিত থাকবেন।
প্রসঙ্গত, শীতের আমেজ একটু একটু করে পড়ছে বঙ্গে। শীতকালে সাধারণত শাকসবজির ফলন ভালো হয়, বছরের অন্যান্য সময়ের থেকে এই সময়ে আনাজের দাম কম থাকে। কিন্তু শীতের আবহ এলেও এখনও পর্যন্ত শাকসবজির দাম কমছে না। সংসার চালাতে নাজেহাল অবস্থা হতে হচ্ছে নিম্নবিত্ত মানুষের। সেই আবহে মুখ্যমন্ত্রীর এই বৈঠক থেকে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম কমাতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ।
সম্প্রতি ডিমের দাম বেড়েছে খুচরো বাজারে। এক ঝটকায় এক টাকা বেড়ে ডিমের দাম দাঁড়িয়েছে ৬.৫০ টাকা। অথচ রাজ্যের অধীনস্থ ওয়েস্ট বেঙ্গল লাইভস্টক কর্পোরেশন ডিম বিক্রি করছে ৫ টাকায়। খুচরো বাজারে ডিমের দাম কেন আচমকা বেড়ে গেল তার কোনও কারণ খুঁজে পাচ্ছে না রাজ্য। রাজ্যে ডিম উৎপাদন নিয়ে আগামী ওই বৈঠকে আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে।