বাংলায় জাওয়াদের তেমন সুস্পষ্ট প্রভাব না পড়লেও নিম্নচাপের প্রভাবে বৃষ্টি থেকে রেহাই মেলেনি বঙ্গবাসীর। শনিবার রাত থেকেই বৃষ্টিতে ভিজছে কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত। তাই হেলিকপ্টারের পরিবর্তে ট্রেনে করেই জেলাসফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার দুপুরে হাওড়া স্টেশন থেকে জনশতাব্দী এক্সপ্রেসে করে রওনা হন তিনি।
বোলপুর স্টেশনে ট্রেন থামতেই তাঁর সঙ্গে চপ, মুড়ি ও মিষ্টি দিয়ে সৌজন্য সাক্ষাৎ সারলেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল।
সোমবার মালদহে পৌঁছে রাতে সেখানেই থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার গাড়ি করে সড়কপথে যাবেন রায়গঞ্জের কর্ণজোড়ায়। সেখানে দুটি প্রশাসনিক বৈঠক করবেন তিনি। প্রসঙ্গত, ৬ তারিখ মালদহে, ৭ তারিখ রায়গঞ্জে, ৮ তারিখ উত্তর ও দক্ষিণ দিনাজপুর, ৯ তারিখ নদীয়া ও মুর্শিদাবাদে প্রশাসনিক বৈঠক করার কথা তার। আগামী ৯ ডিসেম্বর প্রশাসনিক বৈঠক শেষে নবান্নে ফিরে আসার কথা মমতার। জেলাসফরের পর ফের তাঁর গোয়া এবং শিলং যাওয়ারও কথা রয়েছে।
বিধানসভা নির্বাচনে রাজ্যের সাধারণ মানুষ ফের আস্থা রেখেছেন মমতা সরকারের উপর। বিশাল জয় পেয়ে ক্ষমতায় এসেছে মমতার সরকার। মানুষের প্রত্যাশা পূরণের লক্ষ্যে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে রাজ্যে রাজ্যে সফর। তার মধ্যেও প্রশাসনিক কাজ সেরে ফেলছেন মুখ্যমন্ত্রী।