ব্রেকিং নিউজ

অরূপ বিশ্বাসের ভাইয়ের বাড়িতে এখনও কেন্দ্রীয় সংস্থা

৫১ ঘণ্টা পেরিয়ে যাওয়ার পরেও মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাইয়ের বাড়ি ছাড়েননি আয়কর দফতরের কর্তারা। সেখানে এখনও চলছে তল্লাশি।

বুধবার সকালে শহরের নানা জায়গায় হানা দেয় ইডি। যার মধ্যে রয়েছে স্বরূপ বিশ্বাসের স্ত্রী জুঁই বিশ্বাসের তৃণমূল কার্যালয়ও। পাশাপাশি স্বরূপ বিশ্বাসের ঘনিষ্ঠ ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চালিয়েছেন আয়কর দফতরের কর্তারা। আয় বহির্ভূত সম্পত্তির অভিযোগ খতিয়ে দেখতেই তল্লাশি চলছে‌।
জানা গিয়েছে, মন্ত্রীর ভাইয়ের বাড়ি থেকে উদ্ধার হয়েছে বেশ কিছু নথিপত্র । আয়কর ফাঁকি এবং আয় বহির্ভূত সম্পত্তির অভিযোগ রয়েছে বলেও খবর ।