SSC দুর্নীতি কাণ্ডে তোলপাড় রাজ্য রাজনীতি । এবার শাসকদলের তিন নেতা-মন্ত্রীর সম্পত্তির হিসেব চাইল CBI। পার্থ চট্টোপাধ্যায়, পরেশ অধিকারী এবং অনুব্রত মণ্ডলের এই তিন জনের সম্পত্তির খতিয়ান চেয়ে আয়কর দপ্তরে চিঠি পাঠাল সিবিআই। এই তিন নেতার কার নামে কত সম্পত্তি রয়েছে, তার যাবতীয় তথ্য দিতে হবে সিবিআইকে। শুধু তাঁদের আয়ের উৎস নয়, পার্থ, পরেশ ও অনুব্রতর যে আত্মীয়-স্বজন রয়েছেন, তাঁদের নামে বেনামে কত সম্পত্তি রয়েছে, তারও হিসেব দিতে হবে, এই মর্মে আয়কর দপ্তের চিঠি পাঠিয়েছেন তদন্তকারী আধিকারিকরা।
গত পাঁচ বছরে এই তিন নেতার সম্পত্তির পরিমাণ কতটা বেড়েছে এবং আয়ের উৎস হিসাবে সেখানে কী দেখানো হয়েছে এটাই জানতে চাইছে সিবিআই। আয়কর দফতর থেকে তথ্য এলে মন্ত্রীদের থেকেও নথি চাওয়া হবে বলেই সূত্রের দাবি। মূলত দু’তরফের নথি মিলিয়ে দেখা হবে।
এসএসসি নিয়োগে সুপারিশ কমিটির বিরুদ্ধে একাধিক অভিযোগে মামলা হয়। সেই সময় শিক্ষামন্ত্রী ছিলেন পার্থ চট্টোপাধ্যায়। একইসঙ্গে বর্তমান শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর চাকরি পাওয়া নিয়েও নিয়মভঙ্গের অভিযোগ ওঠে। ইতিমধ্যেই বর্তমান শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী এবং প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে জেরা করেছে সিবিআই।
অন্যদিকে, অনুব্রত মণ্ডলের নাম জড়িয়েছে গরু পাচার এবং ভোট-পরবর্তী হিংসা মামলায়। তার বিরুদ্ধে কয়েক কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠেছে। অসুস্থ থাকায় বেশ কয়েকবার হাজিরা এড়ালেও ইতিমধ্যেই সিবিআই দপ্তর হাজিরা দিয়েছেন অনুব্রত। এবার এই তিন নেতা মন্ত্রীর সম্পত্তির হিসাব চাইল সিবিআই ।তাঁরা সম্পত্তির পরিমাণ খতিয়ে দেখে রিপোর্ট দেবেন।