প্রায় ১৭ দিন হাসপাতালে ভর্তি থাকার পর ছাড়া পেলেন অনুব্রত মণ্ডল। আর তারপরই তাকে তলব করল সিবিআই৷ আজ বিকেল সাড়ে পাঁচটার মধ্যে তাঁকে কাতার নিজাম প্যালেসে সিবিআই দফতরে হাজিরা দিতে নির্দেশ দেওয়া হয়েছে৷
শুক্রবারই এসএসকেএম হাসপাতাল থেকে ছাড়া পান তৃণমূল নেতা৷ তার পর বাড়ি ফিরতেই ফের তাঁকে নোটিস পাঠালো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷
গরু পাচার মামলায় একাধিকবার অনুব্রত মণ্ডলকে তলব করেছে সিবিআই৷ কিন্তু এখনো সিবিআই এর দপ্তরে হাজিরা দেননি অনুব্রত। গত ৬ এপ্রিলও তাঁকে তলব করে সিবিআই৷ কিন্তু নিজাম প্যালেসের পরিবর্তে তিনি সোজা চলে যান এসএসকেএম হাসপাতালে। সেখানে উডবার্ণ ওয়ার্ডে ভর্তি হন তৃণমূলের বীরভূমের জেলা সভাপতি৷ অসুস্থ হওয়ায় এসএসকেএম হাসপাতালে ভর্তি হয়ে চিঠি দিয়ে নিজের অসুস্থতার কথা সিবিআই-কে জানান তৃণমূল নেতা৷ হাসপাতালের পক্ষ থেকে অবশ্য অনুব্রত মণ্ডলকে বিশ্রামে থাকতে বলা হয়েছে৷
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, অনুব্রত মণ্ডলের হৃদযন্ত্রের ধমণীতে দু’টি ব্লকেজ রয়েছে৷ এই মুহূর্তে নিউ টাউনের কাছে চিনার পার্কে নিজের ফ্ল্যাটেই রয়েছেন অনুব্রত৷ তবে এবারেও অনুব্রত সিবিআই দফতরে হাজিরা দেন কি না, তা নিয়ে ফের জল্পনা তৈরি হয়েছে৷