ব্রেকিং নিউজ রাজ্য

ভাদু খুনের তদন্তের দায়িত্বে সিবিআই

বগটুই গ্রামে তৃণমূলের উপপ্রধান ভাদু শেখের খুনের তদন্তের দায়িত্ব সিবিআই-এর হাতেই তুলে দিল কলকাতা হাইকোর্ট৷ এতদিন হাইকোর্টের নির্দেশে শুধুমাত্র বগটুই গ্রামের নৃশংস অগ্নিকাণ্ডের ঘটনার তদন্ত করছিল সিবিআই৷ কিন্তু দু’টি ঘটনাই পরস্পরের সঙ্গে সম্পর্ক যুক্ত বলে মনে করছে হাইকোর্ট৷ সে কারণেই ভাদু শেখের হত্যাকাণ্ডের ঘটনাতেও সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ৷ এতদিন ভাদু খুনের তদন্ত করছিল রাজ্য পুলিশ। এবার সেই দায়িত্ব পেলে সিবিআই।

পাশাপাশি, রামপুরহাটে নৃশংস হত্যাকাণ্ডের তদন্তের দায় ভার সিবিআই এর হাতে। ১০ দিনের বেশি সময় ধরে তদন্ত চালিয়ে গতকাল প্রথম চারজনকে আটক করেছে সিবিআই। ঘটনায় জড়িত সন্দেহে মুম্বই থেকে সিবিআইয়ের জালে ধরা পড়ে চারজন।

জানা গিয়েছে, এদের মধ্যে বাপ্পা শেখ ও সাবু শেখের নাম ছিল এফআইআরে। বাকি ২ জন এদের এদের সঙ্গে যুক্ত সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে বলে অনুমান। বৃহস্পতিবার চারজনকে মুম্বই আদালতে পেশ করে নিয়ে ট্রানজিট রিমান্ডে কলকাতায় নেওয়ার আবেদন জানায় তদন্তকারী অফিসাররা।

রামপুরহাটের বগটুই হত্যাকাণ্ড ও ভাদু শেখ খুন দুই তদন্তের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট আগামী ২ মে-র মধ্যে আদালতে পেশ করার জন্য সিবিআইকে নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।