ব্রেকিং নিউজ রাজ্য

ফের অনুব্রতর গড়ে সিবিআই হানা

ফের অনুব্রতর গড়ে সিবিআই হানা। আটক অনুব্রত ঘনিষ্ঠ বোলপুর পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বিশ্বজ্যোতি বন্দ্যোপাধ্যায়। প্রায় ২ ঘন্টা জিজ্ঞাসাবাদের পর আটক করা হয় তাঁকে। উল্লেখ্য, গণেশ পুজোর দিনেই বোলপুরের সুড়িপাড়া এলাকায় অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠদের মোট ৬ টি বাড়িতে হানা দেয় সিবিআই। তালিকায় রয়েছে পাশাপাশি, অনুব্রত ঘনিষ্ঠ তৃণমূল কর্মী সুদীপ রায় বাড়িতেও পৌঁছয় সিবিআই। সিবিআই পৌঁছয় অনুব্রত মণ্ডলের চার্টার্ড অ্যাকাউন্টেন্ট মনীশ কোঠারির বাড়িও। সঙ্গে রয়েছে বিশাল কেন্দ্রীয় বাহিনী। সূত্রের খবর, গরু পাচার কাণ্ডের তদন্তেই বোলপুরে সিবিআই আধিকারিকরা। গতকাল আসানসোল জেলে গিয়ে অনুব্রত মণ্ডল এবং সায়গল হোসেনকে জেরা করেছিল সিবিআই। তারপর এদিন সকালেই এই হানা এবং তল্লাশি দেখে অনেকেই মনে করছেন, নতুন তথ্যের ভিত্তিতেই তল্লাশি অভিযানে নেমেছে কেন্দ্রীয় এজেন্সি।

অন্যদিকে, গরু পাচার মামলায় গ্রেফতার অনুব্রত মণ্ডল তদন্তে সহযোগিতা করছেন না, এমনটাই অভিযোগ সিবিআই এর। অনুব্রত ও তার দেহরক্ষী সায়গল হোসেনকে জেরা করা হয়েছে বলে জানান সিবিআই আধিকারিকরা। মঙ্গলবার সকালে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আসানসোল সংশোধনাগারে যায় সিবিআই-এর চার জনের একটি দল। মূলত গরুপাচার কাণ্ডে অনুব্রত মণ্ডলের টাকার উৎস কি, অনুব্রতর ২০১৫ থেকে ২০১৯ পর্যন্ত আয় বহির্ভূত সম্পত্তির পরিমাণ বাড়ল কি ভাবে। এমনকি তার দেহরক্ষী ও তার পরিবারের সম্পত্তিও ফুলেফেঁপে উঠল কি ভাবে, সেই তদন্তের হদিস করতেই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার ওই দলটি যায় আসানসোল সংশধোনাগারে।