স্কুল সার্ভিস কমিশনকে তীব্র ভৎসনা করে চতুর্থ শ্রেণির কর্মী নিয়োগ মামলায় কড়া নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। নিয়মভঙ্গের অভিযোগ উঠেছে ২৫ জনের বিরুদ্ধে। সেই ২৫জনের বেতন বন্ধ করার নির্দেশ দিয়েছে আদালত।
বুধবার, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, আদালতের অনুমতি ছাড়া নিয়ম ভঙ্গ কারি ২৫ জনকে বেতন দেওয়া হবে না। তাঁরা কীভাবে চাকরি পেলেন তা বিশদে জানাতে হবে আদালতকে।
উল্লেখ্য, এর আগে এই নিয়োগ সংক্রান্ত দুর্নীতিতে সিবিআই দিয়ে তদন্তের কথা মৌখিক ভাবে জানিয়েছিলেন বিচারপতি। যদিও আজকের শুনানিতে তা নিয়ে কোনও নির্দেশ দেননি তিনি। ২০১৬ থেকে ১৯-এর মধ্যে স্কুলে চতুর্থ শ্রেণির কর্মী নিয়োগের সিদ্ধান্ত নেয় স্কুল সার্ভিস কমিশন। সময়সীমা পেরনোর পরেও গ্রুপ ডি কর্মী নিয়োগ হয়েছে। এই অভিযোগে মামলা হয় কলকাতা হাইকোর্টে। গতকাল মামলার শুনানিতে কমিশনের সচিবকে হাজিরার নির্দেশ দিয়েছে আদালত।