তৃণমূল ও বিজেপি সম্মুখ সমরে। নির্দিষ্ট সময়ে শুরু হয়েছে চার বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। তৃণমূল মরিয়া এই চারটি আসনে জয়লাভ করতে৷ পাশাপাশি বিজেপিও তাদের আসন ধরে রাখতে মরিয়া।
মানিকতলা ও রায়গঞ্জ তৃণমূল আগে জিতেছে। এদিকে বাগদা ও রাণাঘাট পূর্ব এই দুটি কেন্দ্র বিজেপির দখলে ছিল। ফলে দুটি দলই মরিয়া রয়েছে। প্রচারের ক্ষেত্রেও এই বিষয় দেখা গিয়েছে।
চার কেন্দ্রের জন্য কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তার দায়িত্বে রয়েছে৷ চার বিধানসভা এলাকাতেই কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। ভোটের দিন যাতে কোনওরকম বিবাদ না ছড়ায়। সেদিকে নজরদার থাকছে কেন্দ্রীয় বাহিনীর। পাশাপাশি রাজ্য ও কলকাতা পুলিশ পরিস্থিতির দিকে নজর রাখছে।