বিধ্বংসী অগ্নিকাণ্ড! দাউদাউ করে জ্বলে উঠল ব্যাঙ্কশাল কোর্টের পিছনের একটি পুরনো বাড়ি। শনিবার কাকভোরে ভয়াবহ আগুন লাগে গার্স্টিন প্লেসে। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে, আগুন নেভাতে বেশ বেগ পেতে হয় দমকল কর্মীদের। গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। ঘিঞ্জি এলাকা হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে গোটা এলাকাজুড়ে। ঘটনাস্থলে আসে দমকলের ৭টি ইঞ্জিন। দমকল কর্মীদের প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
জানা গিয়েছে, এদিন ভোর ৪টে নাগাদ হঠাৎই আগুন লেগে যায় ব্যাঙ্কশাল কোর্টের পিছনের একটি পুরনো বাড়িতে। প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ মজুদ থাকায় কয়েক মিনিটের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়তে থাকে। বাড়িটির আশেপাশে ব্যাঙ্কশাল কোর্ট ছাড়াও একাধিক অফিস রয়েছে। সেখানকার কর্মীদের সরানো হয়। মুহূর্তের মধ্যে একের পর এক গ্যাস সিলিন্ডার বের করার কাজেও হাত লাগান তারা। দমকল কর্মীদের প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।ফাঁকা বাড়িতে কীভাবে আগুন লাগল, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।