জেলা ব্রেকিং নিউজ

রাজ্যপালের ভাষণ দিয়ে শুরু বিধানসভার বাজেট অধিবেশন

বুধবার বাজেট অধিবেশনের শুরুতেই উত্তাল হয়ে উঠল বিধানসভা। দায়িত্ব নেওয়ার পর, এই নিয়ে তৃতীয়বার বিধানসভায় আসলেন রাজ্যপাল। রাজ্যপাল সিভি আনন্দ বোস ভাষণ পাঠ শুরু করার পরেই এদিন স্লোগান দিতে শুরু করেন বিজেপির বিধায়কেরা। তবে তাতে এতটুকু বিচলিত হননি রাজ্যপাল। স্লোগানের মাঝেই পুরো ভাষণ পাঠ শেষ করেন তিনি। এদিন রাজ্যপালের ভাষণে রাজ্যের আইন-শৃঙ্খলা প্রসঙ্গ উঠেই ওই হট্টগোল শুরু করে বিজেপি বিধায়করা। উল্লেখ্য, ২০২২-এর বাজেট অধিবেশনে জগদীপ ধনখড় রাজ্যপাল থাকাকালীন ভাষণ শেষ করতে পারেননি বিরোধীদের হট্টগোলে।

এদিন রাজ্যপাল সিভি আনন্দ বোস ভাষণে উল্লেখ করেন, ‘মুখ্যমন্ত্রীর নেতৃত্বে বিগত বছর শান্তিপূর্ণভাবে কেটেছে। রাজ্যে আইন শৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সরকার সর্বদা তৎপর। আনন্দ ও সৌহার্দ্যের বাতাবরণে সব ধর্মীয় উৎসব পালিত হয়েছে। অতিমারির সময়ে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সাধারণ মানুষের কষ্ট লাঘব করেছে রাজ্য সরকার।’

এই সময়ই বিজেপি বিধায়কেরা শাসক দলকে আক্রমণ করে স্লোগান দিতে শুরু করেন। মূলত দুর্নীতি, বকেয়া ডিএ সহ নানা ইস্যুতে স্লোগান দিতে থাকেন বিজেপি বিধায়কেরা। এর পর রাজ্যপালের ভাষণ শেষ হওয়ার আগেই বিধানসভা কক্ষ ছেড়ে বেরিয়ে যান বিজেপি বিধায়করা।

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে ওয়াক-আউট করেন তাঁরা। শুধু শাসক দলের বিরুদ্ধে নয়, এদিন রাজ্যপালের বিরুদ্ধেও সরব হন শুভেন্দুরা। রাজ্যপালকে স্লোগান দিতে দিতে বেরিয়ে যান তাঁরা।