বিহারের ভাগলপুরে নির্মীয়মান একটি সেতু গঙ্গা নদীতে ভেঙে পড়ে। রবিবার ভাগলপুরের আগুওয়ানি-সুলতানগঞ্জ সেতু হঠাৎ ধসে পড়ে। স্থানীয়দের তোলা এমন একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে। ছবিটি ভাইরাল হয়ে ঘোরাফেরা করছে বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্ক সাইটে।গত বছরও একই ভাবে ভাগলপুরে নির্মীয়মান সেতু ভেঙে পড়ার ঘটনা ঘটেছিল।
ডিডিসি,ভাগলপুর,কুমার অনুরাগ জানিয়েছেন যে বিহারের ভাগলপুরের সেতুটি রবিবার সন্ধ্যা ৬ টার দিকে ধসে পড়ে। বিহারের ভাগলপুরে নির্মীয়মান সেতু ধসের ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের বা আহত হওয়ার খবর পাওয়া যায়নি। ঘটনাস্থলে পৌঁছেছে স্থানীয় প্রশাসন।
বিহারের বেগুসরাই জেলার সাহেবপুর কামালে বুড়ি গন্ডক নদীর উপর নির্মিত একটি সেতুর একটি অংশ ভেঙে নদীতে পড়ে গিয়েছিল। তথ্যমতে, ২০৬ মিটার দীর্ঘ সেতুটিতে ফাটল আরও বেড়ে যাওয়ায় এই দুর্ঘটনা। সেতুর সামনের অংশ দুই ও তিন নম্বর পিলারের মধ্যে ধসে পড়েছে। বিয়ারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার নির্মীয়মান সেতু ভেঙে পড়ার ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন।