জেলা ব্রেকিং নিউজ

Dowry Death: পণের দাবিতে প্রাণ গেল বধূর, গ্রেফতার স্বামী

গৃহবধূর আত্মহত্যার ঘটনায় প্ররোচনা দেওয়ার অভিযোগ উঠল স্বামী ও শাশুড়ি ও দেওরের বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে গ্রেফতার বধূর স্বামী।

বছর তিনেক আগে হাসনাবাদ থানার হরিকাটি গ্রামের বছর ২২ এর রিমা সাহার সঙ্গে বিয়ে হয় স্বরুপনগর হঠাৎগঞ্জ সাহাপাড়ার বাসিন্দা পেশায় ফাস্টফুডের দোকানের মালিক গোবিন্দ সাহার। বিয়ের সময় সাধ্যমত রিমার পরিবার সোনার গহনা, আসবারপত্র, নগদ অর্থ দেয়। কিন্তু গোবিন্দর চাহিদা দিনের পর দিন বেড়ে যায়।পণের দাবিতে রিমার উপর চলে শারীরিক ও মানসিক নির্যাতন। অভিযোগ, শেষমেশ নিজেকে হত্যা করে অমানসিক যন্ত্রণা থেকে মুক্তির পথ খুঁজে নেয় রিমা।

জানা গেছে, অনলাইন জুয়ার নেশায় বুঁদ হয়ে ঋণগ্রস্ত হয়ে পড়েছিল গোবিন্দ। তাই কয়েকদিন ধরেই পণের দাবিতে নিয়মিত গণ্ডগোল, মারধর চলছিল রিমার ওপর। শেষে রিমার বাপের বাড়ির লোকজনের কাছে দশ হাজার টাকা চেয়েছিল গোবিন্দ। দাবি মত টাকা না পেয়ে অত্যাচারের মাত্রা আরো বেড়ে যায়। তারপরই আত্মহত্যা করে রিমা।

এদিন আশঙ্কাজনক অবস্থায় রিমাকে উদ্ধার করে প্রথমে বসিরহাট জেলা হাসপাতাল।তারপর আরজি করে নিয়ে যাওয়া হয়। এদিকে ওই গৃহবধূর মৃত্যুর ঘটনায় এলাকায় উত্তেজনা তৈরি হয়। মৃত গৃহবধূর মা নমিতা সাহা জামাই গোবিন্দ সাহা, শাশুড়ি ও দেওরের বিরুদ্ধে স্বরুপনগর থানায় আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগ করেন। ঘটনায় ইতিমধ্যে স্বামী গোবিন্দ সাহাকে পুলিশ গ্রেফতার করেছে। মৃত বধূর মা দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। যদিও এই মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ আছে কিনা সেটাও খতিয়ে দেখছে তদন্তকারীরা।