বাংলাদেশ বিনোদন ব্রেকিং নিউজ

নিজেকে নির্দোষ বলে দাবি পরীমনির

নিজেকে নির্দোষ বলে দাবি করলেন বাংলাদেশের অভিনেত্রী তথা মডেল পরীমনি। ইতিমধ্যেই মাদক মামলায় তাঁর বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশের আদালত।পরীমণি-সহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত।পরীমনি ছাড়াও এই মামলার অপর দুই আসামি হলেন- আশরাফুল ইসলাম দীপু ও কবীর হোসেন। শুরু হল এই মামলার বিচার।

বুধবার ঢাকার ১০ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। মামলার সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করা হয়েছে ১ ফেব্রুয়ারি। এদিন, উভয়পক্ষের শুনানি শেষে পরীমণি-সহ তিনজনের জামিন মঞ্জুর করেন বিচারক। তবে অব্যাহতির আবেদন নামঞ্জুর করে চার্জ গঠন করেন।

চার্জ গঠনের সময় পরীমণিকে বিচারক প্রশ্ন করেন, ”আপনার বিরুদ্ধে মাদক আইনে অভিযোগ গঠন করা হচ্ছে। আপনি দোষী না নির্দোষ?” তাতে অভিনেত্রী বলেন, ”আমি নির্দোষ।” এরপর বিচারক পরীমণিকে প্রশ্ন করেন, ”আপনার গাড়ি দিয়ে মাদক সরবরাহ করা হয়েছে, এতে আপনার বক্তব্য কী?” পরীমণি বলেন, ”এটা সম্পূর্ণ মিথ্যা।”

২০২১ সালের ৪ অক্টোবর আদালতে পরীমণি-সহ তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক কাজী মোস্তফা কামাল। এর আগে ৪ আগস্ট অভিযান চালিয়ে পরীমনিকে তার ঢাকার অভিজাত পল্লি বনানীর বাড়ি থেকে আটক করে বাংলাদেশের এলিট ফোরস র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। ওইদিনই পরীমনিকে একটি সাদা মাইক্রোবাসে করে র‌্যাব সদর দপ্তরে নেওয়া হয়। সেখানে রাত ১২টা পর্যন্ত তাকে জিজ্ঞাসাবাদ করে র‌্যাব। মাদক মামলায় গ্রেফতার হওয়ার প্রায় এক মাস পর ওই বছরের গত ১ সেপ্টেম্বর গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে মুক্তি পান নায়িকা।