বিনোদন

শুটিং ফ্লোরে বিপত্তি, গুলি করে খুন চিত্রগ্রাহককে

হলিউড সিনেমার শুটিং ফ্লোরে খেলনা বন্দুক নিয়ে অভিনয় করতে গিয়ে চিত্রগ্রাহককে গুলি করে বসলেন হলিউডের জনপ্রিয় অভিনেতা অ্যালেক বল্ডউইন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলেও, তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।
সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী, এই ছবির প্রযোজকও অ্যালেক বল্ডউইন নিজেই। নিউ মেক্সিকোতে অ্যালেক বল্ডউইনের নতুন এই ছবির শুটিং চলাকালীন এই ঘটনাটি ঘটে। একটি অ্যাকশন দৃশ্যের ছবি শুট করা হচ্ছিল, সেই সময়ই হঠাৎ খেলনা বন্দুক থেকে গুলি চালান অ্যালেক বল্ডউইন। সঙ্গে সঙ্গে ছবির মহিলা চিত্রগ্রাহক গালিনা হাচিন্স মাটিতে ঢলে পড়েন। গালিনাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করে হাসপাতাল কর্তৃপক্ষ। ঘটনায় আহত পরিচালক চিকিৎসাধীন।
ঘটনার পর থানার বাইরে দাঁড়িয়ে হাউ হাউ করে কেঁদে ফেলেন অ্যালেক বল্ডউইন। ছবির শুটিং বন্ধ রাখা হয়েছে। গোটা ইউনিটকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। খেলনা বন্দুক থেকে কীভাবে আসল গুলি চলল তা নিয়েও তদন্ত করছে পুলিশ।