কলকাতা: করোনা(corona) আক্রান্ত রোগীর মৃত্যু হলে প্ল্যাস্টিকে (plastic bag) মুড়ে দেহ সৎকার করা যাবে না৷এবার থেকে সুতির (cotton bag)ব্যাগে মুড়ে করতে হবে সৎকার৷সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার৷
কিছুদিন আগে করোনা আক্রান্ত রোগীর মৃতদেহ সৎকার নিয়ে নতুন নির্দেশিকা জারি করেছিল রাজ্য সরকার।এবার তার সঙ্গে যোগ হল আরও একটি নিয়ম৷ এতদিন পর্যন্ত প্ল্যাস্টিকে মুড়ে দেহ সৎকার করা হত৷তারফলে যেমন পরিবেশের ক্ষতি হচ্ছিল,তেমনি ক্ষতিগ্রস্ত হচ্ছিল চুল্লির ফার্নেস।এমনকি মাঝেমাঝেই বন্ধ রাখতে হচ্ছিল চুল্লি৷এতে শ্মশানে জমছিল মৃতদেহের স্তুপ৷
এই সমস্যা সমাধানে নতুন পদক্ষেপ নিল রাজ্য সরকার৷এবার থেকে আর করোনা আক্রান্ত রোগীর মৃত্যুদেহ প্ল্যাস্টিকে মুড়ে দেহ সৎকার করা যাবে না৷সুতির ব্যাগে মুড়ে করতে হবে সৎকার৷তারজন্য হাসপাতালগুলোতে পাঠানো হচ্ছে সুতির ব্যাগ৷ বাগবাজারের সেন্ট্রাল মেডিক্যাল স্টোর থেকে সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোকে দেওয়া হচ্ছে এই সুতির ব্যাগ৷
শনিবার রাতে রাজ্য স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী,২৪ ঘন্টায় করোনা আক্রান্ত ১৯ হাজার ৫১১ জন৷ গত শুক্রবার সংখ্যাটা ২০ হাজার ছাড়িয়ে গিয়েছিল৷ সব মিলিয়ে রাজ্য মোট আক্রান্তের সংখ্যা ১১ লক্ষ ১৪ হাজার ৩১৩ জন৷ একদিনে মৃত্যু হয়েছে ১৪৪ জনের৷ মোট মৃতের সংখ্যা ১৩ হাজার ১৩৭ জন৷ রাজ্যে মোট অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৩১ হাজার ৯৪৮ জন৷ একদিনে ১৫৬ জন৷