জেলা

নিখোঁজ বৃদ্ধের দেহ ভেসে উঠল জলে

তিন দিন ধরে নিখোঁজ থাকার পর জোঁড়ে ভেঁসে উঠলো দেহ।ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার মেজিয়া থানার বানজোড়া অঞ্চলের কোড়েলার জোঁড়ে। জানা যায় মৃত ব্যক্তির নাম রবীন্দ্রনাথ কুন্ডু বয়স ৮০ বছর। তিনি মেজিয়ার রামচন্দ্রপুর গ্রামের বাসিন্দা ছিলেন।

সুত্রের খবর বৃহস্পতিবার সকালে বছর আশি’র রবীন্দ্রনাথ কুন্ডু পায়ে হেঁটে স্থানীয় বড়শাল গ্রামে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন। তারপর থেকেই তাকে খুঁজে পাওয়া যায় না। পরে দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর তাকে খুঁজে না পেলে তার পরিবার মেজিয়া থানায় নিখোঁজ হওয়ার অভিযোগ লেখান । তারপর হঠাৎই শনিবার সকালে রবীন্দ্রনাথ কুন্ডুর মৃতদেহটি কোড়েলার জোঁড়ে ভাসতে দেখেন স্থানীয়রা । খবর দেওয়া হয় মেজিয়া থানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে। রবীন্দ্রনাথ কুন্ডুর পরিবার দেহটি শনাক্ত করার পর ,দেহটিকে ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয় ।

মৃতের ছেলে স্বপন কুন্ডু জানান যে, “বৃহস্পতিবার সকালে পায়ে হেঁটে স্থানীয় বরশাল যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন বাবা। পরে জানতে পারি বাবা বড়শালে পৌঁছাননি। আমরা খোঁজাখুঁজি শুরু করি। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর না পেয়ে আমরা মেজিয়া থানায় মিসিং ডায়েরি লেখাই ।” শনিবার সকালে স্থানীয় শুকোবাইদ এর লোকজন মৃতদেহটি কোড়েলার জোড়ে ভাসতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।

বিশেষ সংবাদদাতাঃ মলয় সিংহ, বাঁকুড়া