রবিবার সকালে ধূপগুড়ির বিদ্যাশ্রম হাইস্কুলের উত্তরে কুমলাই নদীর পাড়ে একটি নাবালকের মৃতদেহকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়। জানা গেছে, ১৪ দিন আগে ধূপগুড়ির ১৬ নং ওয়ার্ডের জোড়া ব্রিজ এলাকায় মামার বাড়িতে বেড়াতে এসে কুমলাই নদীতে তলিয়ে যায় এক কিশোর। এর পর তল্লাশি চালিয়েও তার মৃতদেহ উদ্ধার হয়নি। এদিন নদীর পাশে পড়ে থাকা মৃতদেহটি সেই কিশোরের বলে স্থানীয়দের ধারনা।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ওই কিশোরের দাদু মৃতদেহটিকে তার নাতির বলে শনাক্ত করেছেন। বিশেষ করে কিশোরের পরিহিত প্যান্ট এবং গেঞ্জির রং দেখে তিনি নাতিকে শনাক্ত করেন। এমনকি নদীতে স্নানের সময় তার সঙ্গে থাকা সম্পর্কে ওই কিশোরের মামাও একই ধারণা পোষণ করছেন। খবর পেয়ে ধূপগুড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। দেহটিকে ময়নাতদন্তের জন্য জলপাইগুড়িতে পাঠানো হবে।