বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিমকেও সন্দেশখালি যেতে বাধা দিল পুলিশ। সন্দেশখালি যাওয়ার জন্য ৬ সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং দল তৈরি করেন বিজেপি সভাপতি জেপি নড্ডা। কিন্তু রামপুর থেকেই ফিরে আসতে হয় বিজেপির উচ্চস্তরীয় ফ্যাক্ট ফাইন্ডিং কমিটিকে৷
জানা গিয়েছে, কলকাতায় ফিরে সোজা রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা করবেন ওই কমিটি৷ সন্দেশখালি যাওয়ার পথে পুলিশ তাঁদের পথ আটকায়৷ সেই অভিজ্ঞতার কথা রাজ্যপালকে জানাবেন ছয় সদস্যের দল।
সন্দেশখালি যেতে রামপুরেই তাঁদের পথ আটকায় পুলিশ ৷ তাদের সঙ্গে ওই দলের সদস্যদের বচসা বাধে৷ এমনকী ধস্তধস্তিও হয়৷ পুলিশি বাধার মুখে অগ্নিমিত্রা পল-সহ বাকিরাও রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন৷
শুক্রবার সকাল ৯টা নাগাদ সন্দেশখালির উদ্দেশ্যে রওনা দেয় ওই দল৷ বিজেপি সভাপতি জে পি নাড্ডা গঠিত ওই দলে রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী অন্নপূর্ণা দেবী, কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক, সাংসদ সুনীতা দুগ্গল, সাংসদ কবিতা পাতিদার, বিজেপি সাংসদ সঙ্গীতা যাদব ও রাজ্যসভা সাংসদ বৃজলাল৷ এদিন তাঁদের সঙ্গেই ছিলেন দক্ষিণ আসানসোলের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পলও৷