জেলা ব্রেকিং নিউজ

প্রচারে বের হতেই বিজেপি প্রার্থীকে তাড়া ঝাড়গ্রামে

প্রচারে বেরিয়ে হামলার মুখে পড়লেন বিজেপির প্রার্থী ডাঃ প্রণত টুডু। পুলিশের সামনেই তাঁকে দুষ্কৃতীরা তাড়া করে বলে অভিযোগ।

সূত্রের খবর ঝাড়গ্রামের সাঁকরাইল ব্লকের কাঠুয়াপাল এলাকায় প্রচার সেরে ফিরছিলেন ডাক্তার প্রণত টুডু। রোহিনী থেকে রুংড়া যাচ্ছিলেন তিনি। বিজেপির অভিযোগ, সেই সময় তৃণমূলের কর্মী সমর্থকরা তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে। এই নিয়েই দু-দলের মধ্যে হাতাহাতি বেঁধে যায়। এই সময় তাড়া খেয়ে ছুটতে দেখা যায় প্রণত টুডুকে।এই ঘটনায় মঙ্গলবার দুপুরে তুমুল উত্তেজনা ছড়ায়। এদিন পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিজেপির দাবি, হার নিশ্চিত জেনেই প্রচারে বাধা দেওয়া হচ্ছে তাঁদের প্রার্থীকে। মানুষকে ভুল বোঝানোর কিছু নেই। মানুষ এখন বাস্তবটা বুঝতে পারছেন। প্রণত টুডু ঝাড়গ্রামবাসীর খুবই কাছের মানুষ। তাই জনজাতি সম্প্রদায়ের এই মানুষটিকে নিশানা করেছে তৃণমূল।