যাত্রীদের মনোরঞ্জনের কথা ভেবে বড়সড় পদক্ষেপ নিল পূর্ব রেল। সোমবার থেকেই হাওড়া ডিভিশনের লোকাল ট্রেনে চালু হল LED TV পরিষেবা। এরফলে যাত্রীদের একঘেয়েমি যাত্রায় অনেকখানি বিনোদন আসবে বলে মনে করছেন রেল যাত্রীরা ।
LED TV বসানোর জন্য একটি প্রাইভেট সংস্থাকে বরাত দেওয়া হয়েছে। সবচেয়ে বড় ব্যাপার হল, এর জন্য রেলের তরফে একটি কড়িও খরচ করা হচ্ছে না। উলটে রেলের কোষাগারে ঢুকবে টাকা। টিভির 70 শতাংশ জুড়ে ওই সংস্থা নিজেদের নানা অনুষ্ঠান ও বিজ্ঞাপন প্রচার করবে। বাকি 30 শতাংশে রেলের বিভিন্ন সতর্কবার্তা, কর্মসূচি, পরের স্টেশনের নাম। দেশের মধ্যে একমাত্র মুম্বইতে এই পরিষেবা রয়েছে। মুম্বইয়ের পরে দ্বিতীয় স্তর হিসেবে হাওড়া ডিভিশনের লোকালগুলিতে LED TV বসল।
আপাতত জানা গিয়েছে, ভিড়ের কথা মাথায় রেখে কামরার উপরের দিকে এই TV বসানোর ব্যবস্থা করা হয়েছে। এই TV-র আকার হবে 27 ইঞ্চি। ফলে ভিড়ের ধাক্কা TV পর্যন্ত এসে পৌঁছবে না বলেই মনে করছে পূর্ব রেল। জানানো হয়েছে, এই টিভির কানেকশনের সঙ্গে ট্রেনের পাইলট বা গার্ডের কেবিন থেকে কোনও যোগাযোগ থাকছে না। টিভি চলবে সার্ভারের মাধ্যমে।
পূর্ব রেলের ডিআরএম জানান আপাতত পূর্ব জোনে ৫০ টি লোকাল ট্রেনে এই এলইডি টিভি চালু হচ্ছে। যে প্রাইভেট সংস্থাকে এর দায়িত্ব দেওয়া হয়েছে। তারা প্রতিটা ট্রেন পিছু এক লক্ষ টাকা করে বছরে রেলকে দেবে, সেইমতো ৫০ টি ট্রেন থেকে রেলের কোষাগারে বছরে ৫০ লক্ষ টাকা জমা পড়বে।