ডিএ মামলায় নজিরবিহীন নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। তিন মাসের মধ্যেই বকেয়া ডিএ মেটাতে হবে রাজ্য সরকারকে। ডিএ নিয়ে শেষমেশ স্যাটের রায়ই বহাল রাখল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।
রাজ্য সরকারি কর্মচারী সংগঠনগুলির নিজস্ব হিসাব বলছে, নবান্ন এখনই যদি তা কার্যকর করে তাহলে গ্রুড-ডি কর্মীরা বকেয়া ডিএ বাবদ মাথা পিছু কম করে ২ লক্ষ টাকা পাবেন। এই ফর্মুলায় গ্রুপ-সি কর্মীরা কমপক্ষে প্রায় পৌনে ৩ লক্ষ টাকা মাথা পিছু পেতে পারেন।
সূত্রের খবর অনুযায়ী, বর্তমান কর্মচারী এবং ২০০৯ সালের জুলাই মাসের পর থেকে এ পর্যন্ত অবসর নেওয়া কর্মচারীদের ক্ষেত্রে কার্যকর হবে এই রায়। এ ছাড়া, স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষক- অশিক্ষক কর্মচারী, পঞ্চায়েত-পুরসভা এবং আধা সরকারি সংস্থার কর্মচারীরা এর আওতায় আসবেন। সব মিলিয়ে সংখ্যাটি ৮ লক্ষের কাছাকাছি হবে।
এদিকে, এই মামলায় ইতিমধ্যেই কেটে গিয়েছে প্রায় সাড়ে পাঁচ বছর। DA প্রাপ্তির কথা ঘোষণা হতেই উচ্ছ্বসিত রাজ্য সরকারি কর্মচারীরা। তাঁদের দীর্ঘদিনের আইনি লড়াই কোথাও একটা আইনি দিশা পেতে চলেছে, এমনই বলছে বিভিন্ন মহল। জানা গিয়েছে, ধাক্কা সামলাতে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যেতে পারে ধরে নিচ্ছে মামলাকারী কর্মী সংগঠন। আজ হাইকোর্টের ডিভিশন বেঞ্চে রাজ্য সরকার ধাক্কা খাওয়ার পর জল এখন কোন দিকে গড়ায় সেটাই দেখার।