করোনা আবহে দেশে কেন্দ্র সরকার চালু করেছিলেন বিনামূল্যে রেশন। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনায় বিনামূল্যে রেশন দেওয়ার মেয়াদ শেষ হচ্ছে আগামী ৩০ নভেম্বর। বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল মোদি সরকার।
প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার মেয়াদ আগামী মার্চ পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। আজ মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব সুধাংশু পাণ্ডে জানিয়েছিলেন, বিনামূল্যে রেশনের মেয়াদ বৃদ্ধির এখনও পর্যন্ত কোনও প্রস্তাব তাঁদের কাছে এসে পৌঁছয়নি। ফলে মনে করা হচ্ছিল বিনামূল্যে রেশন হয়তো বন্ধ করে দেবে কেন্দ্র। কিন্তু এরপর বিষয়টি নিয়ে সোচ্চার হয় বিরোধীরা। এছাড়াও তৃণমূল সাংসদ সৌগত রায়ও প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে জানিয়েছিলেন, বহু মানুষের হাতে কাজ নেই। এই পরিস্থিতিতে বন্ধ করা রেশন বন্ধ উচিৎ নয়। এরপরই আজ আরও তিন মাসের জন্য এই প্রকল্পের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে। যদিও সরকারিভাবে এখনও কোনও ঘোষণা হয়নি।
যদিও এর আগে কেন্দ্রের বিনামূল্য রেশন প্রকল্প বন্ধ হওয়ার আশঙ্কা তৈরি হলেও রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ স্পষ্ট করে জানিয়েছিলেন, কেন্দ্রীয় সরকার এই প্রকল্প বন্ধ করে দিলেও রাজ্য সরকারের নির্ধারিত বিনামূল্যে রেশন ব্যবস্থা চালু রাখা হবে। শেষ পর্যন্ত সেই মেয়াদ বাড়াল কেন্দ্র সরকার।