রামপুরহাটের বগটুইয়ে পৌঁছেই বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যাদেরকে জীবন্ত পুড়িয়ে মারা হয়েছে, তাদের পরিবারের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। নিহতদের পরিবারের পাশে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘আমি জানি আপনার বাড়ির লোক মারা গেছে, কিন্তু আমার হৃদয় মারা গেছে।’
রামপুরহাটের ঘটনায় তৃণমূলের ব্লক সভাপতি আনারুলের নির্দেশেই আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল বলে অভিযোগ ওঠে। মুখ্যমন্ত্রী জানান, এখানকার ব্লক তৃণমূল নেতা আনারুল ঘটনার আগাম খবর পেয়েও পুলিশকে খবর দেয়নি। সে তার দায়িত্ব পালন করেনি। আমি আনারুলকে আত্মসমর্পণ করতে বলছি। পুলিশ তাকে গ্রেফতার করুক।
এদিন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য ক্ষতিপূরণও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। প্রথমে তিনি বলেন, ‘যে দশটি বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে তাদের বাড়ি বানানোর জন্য ১ লক্ষ টাকা করে দেওয়া হবে।’ তবে ক্ষতিগ্রস্তদের দাবি শুনে মুখ্যমন্ত্রী সেই ক্ষতিপূরণের অঙ্ক দ্বিগুণ করে দিতে বলেন। সেই সঙ্গে যে পরিবারের লোকজন মারা গিয়েছে তাঁদের ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানিয়ে দেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে পরিজনদের চাকরি দেওয়ার প্রস্তাবও দিয়েছেন মমতা। সেই সঙ্গে তিনি বলেন, আমি একটা ঘোষণা করতে চলেছি। আমি জানি, কারও জীবন চলে গেলে চাকরি দিয়ে বা অর্থ দিয়ে তা পূরণ করা যায় না। কিন্তু জীবন তো কাটাতে হবে। তাই নিহতদের পরিবারের একজনকে চাকরি দেবে সরকার।
অন্যদিকে, পরিবারের সকলকে হারিয়ে নিহত পরিবারের সদস্য লাল শেখ তার শ্বশুরবাড়ি বীরভূমের বাতাসপুর গ্রামে আশ্রয় নিয়েছেন। মুখ্যমন্ত্রী রামপুরহাটে আসার আগে সাঁইথিয়ার বাতাসপুরে শ্বশুরবাড়িতে সেখ লালের সঙ্গে দেখা করতে যান সাঁইথিয়ার বিডিও ও ব্লক সভাপতি সাবের আলি।