ব্রেকিং নিউজ রাজ্য

রণক্ষেত্র সন্দেশখালি! পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে অসুস্থ সুকান্ত মজুমদার

বুধবার সকালে সরস্বতী প্রতিমা নিয়ে সন্দেশখালির উদ্দেশ্যে রওনা দেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এদিন সন্দেশখালি পৌঁছতেই তাঁদেরকে আটকায় পুলিশ। সন্দেশখালি যাওয়ার পথে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে টাকিতেই অসুস্থ হয়ে পড়েন সুকান্ত মজুমদার। পুলিশের গাড়ির বনেটে উঠে বিক্ষোভ দেখাচ্ছিলেন তিনি। প্রবল ঝাঁকুনিতে গাড়ি থেকে পড়ে যান। সংজ্ঞাহীন হয়ে পড়েন তিনি। বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয় তাঁকে।

জানা গিয়েছে , সুকান্ত মজুমদারের অবস্থা স্থিতিশীল নয়, অক্সিজেন দেওয়া হয়েছে তাকে। তাঁকে কলকাতায় নিয়ে আসা হয়েছে। বসিরহাট জেলা পুলিশের বড়বড় কর্তাদের কড়া নজর এড়িয়ে পুলিশের চোখে ধুলো দিয়ে হোটেলের মূল গেট দিয়ে প্রতিমা হাতে হোটেল থেকে বেরনোর চেষ্টা করেন ইন্দ্রনীল খাঁ-সহ বিজেপির নেতারা। সেখানেই তাঁদের বাধা দেয় পুলিশ। পুলিশের সঙ্গে বাঁধে বচসা।ইছামতীর পাড়ে প্রতিমা রেখে শুরু হয় পুজো। যে জায়গায় পুজো চলছে সেখানেও মোতায়েন কড়া হয় বিশাল পুলিশ বাহিনী। ইছামতীর তীর ঘিরে ফেলা হয়। এরপরই রণক্ষেত্র হয়ে ওঠে সন্দেশখালি।