এবারের পঞ্চায়েত নির্বাচনে ভোট গণনার দিন ঘটেছিল এক নজিরবিহীন ঘটনা। হাবড়ার ভুরকুন্ডায় লজ্জাজনক হার মেনে নিতে পারেননি শাসকদলের একপ্রার্থী। ভুরকুন্ডার ৩১ নম্বর বুথে শাসক দলের প্রার্থী মহাদেবকে পিছনে ফেলে ক্রমশই জয়ের দিকে এগিয়ে যাচ্ছিলেন সিপিএম প্রার্থী রবীন্দ্রনাথ মজুমদার। প্রাথমিক গণনায় জিতেও যায় সিপিএম। তারপর রি-কাউন্টেও জয়ী হন সিপিএম প্রার্থী। জয়ের মুকুট মাথায় পড়তে টেবিলের উপর এলোমেলো পড়ে থাকা ৪টি ব্যালট পেপার তুলে সটান মুখে পুরে দিয়েছিলেন তৃণমূল প্রার্থী মহাদেব মাটি।
শুনতে মজার লাগলেও গোটা ঘটনায় হতবাক হয়ে যায় সাধারণ মানুষ। বাংলাজুড়ে ওঠে নিন্দার ঝড়। ব্যালট খেয়ে ফেলার ঘটনা সামনে আসার পরেও কী করে সেই ফলাফলকে মান্যতা দেওয়া হচ্ছে, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল। সেই মহাদেবের বুথেই এবার ভোট বাতিল করে দিল নির্বাচন কমিশন। পাশাপাশি হাবড়ার আরও ৩টি বুথেও পুনর্নির্বাচন হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। তবে তা কবে, সেই দিনক্ষণ এখনও স্পষ্ট করা হয়নি।
উল্লেখ্য, হাবড়াই পাশাপাশি ভোট বাতিল করা হয়েছে হুগলি এবং হাওড়ার বেশ কয়েকটি বুথে। সিঙ্গুরের একটি বুথ এবং হাওড়ার সাঁকরাইলের ১৫টি বুথে পুনর্নির্বাচন হবে বলে ঘোষণা করেছে কমিশন।